তমলুকের বিজেপির পক্ষ থেকে রক্তদান শিবির

Social

তমলুক :: করোনা আবহে রক্তে সঙ্কট মেটাতে পুলিশ-প্রশাসন, ক্লাব- সংগঠনের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল গুলো। আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ী স্মৃতিসৌধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তমলুক গ্রামীণ মন্ডল -3 রক্তদান শিবিরের আয়োজন করেন। আজকে রক্তদান শিবির ১১০জন রক্তদান করেন ।

প্রসঙ্গত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্ম দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টি “সপ্তাহব্যাপী সেবা কর্মসূচি” উপলক্ষে আজকের রক্তদান শিবির। সেই সাথে রক্তদাতা হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। আজকের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়ক, আশিস মন্ডল, অসিত পট্টনায়ক, ভগীরথ মান্না সহ তমলুক গ্রামীণ মন্ডল -3 কর্মীরা।

Leave a Reply