সোশ্যাল বার্তা : সাত সকালে ৬ নং জাতীয় সড়কে পাঁশকুড়া থানার দীগলাবাড় এলাকায় খড়্গপুর থেকে কলকাতা গামী একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পাশে থাকা একটি খাবারের দোকানে।
ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এখনো পযর্ন্ত বেশ কয়েকজন গাড়ির নীচে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ।দুটি ক্রেন দিয়ে গাড়ি তোলার চেষ্টা চলছে।