মলয় দে নদীয়া:- চালকলের ভেতর থেকে উদ্ধার হলো বিষাক্ত গোখরো! এলাকায় ব্যাপক আতঙ্ক ঘটনাটি নদীয়া জেলার শান্তিপুর নৃসিংহ পুর কালনাঘাটে। শুক্রবার সকালে ওই চালকলের ভেতরের ধান রাখার বস্তার পাশে বিষাক্ত গোখরো সাপটিকে দেখতে পান চালকলে কর্মরত শ্রমিকরা, এরপরই আতঙ্ক সৃষ্টি হয় চালকলের কর্মরত শ্রমিকদের মধ্যে।
যথারীতি ফোন করা হয় বনদপ্তরে। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা বেশ খানিকটা সময় এর চেষ্টায় ওই বিষাক্ত গোখরো সাপ থেকে উদ্ধার করেন অনুপম সাহা। অনুপম সাহা জানান কোন খাদ্যের খোঁজে গোখরো সাপটি চালকলের ভেতরে ঢুকে পড়েছিল বের হতে না পারায় আটকে ছিল এইখানেই। স্বভাবতই চালকলের শ্রমিকেরা আতঙ্কের মধ্যে ছিলেন তারা ফোন করেছিলেন বনদপ্তরে।এই সাপটিকে এখন উদ্ধার করা হলো এবার বনদপ্তর হাতে তুলে দেওয়া হবে।