মলয় দে, নদীয়া :- স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আর কিছুদিনের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে গোটা দেশে আর তৃতীয় ঢেউয়ে সবথেকে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে ছোটদের। কিন্তু সরকারি তরফ থেকে এখনো পর্যন্ত কোন ভ্যাকসিন এর ব্যবস্থা করা হয়নি। এবার প্রতিটি শিশুকে ভ্যাকসিন দেওয়ার দাবি তুলে জেলাশাসকের দপ্তরে সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান নদীয়া জেলা ছাত্র পরিষদের সদস্যরা। ইতিমধ্যে একাধিক জায়গায় দেখা গেছে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরা। রাজ্য প্রতিটি শিশুকে ভ্যাকসিন দেওয়ার দাবি তুলে বিক্ষোভ দেখালেন তারা। তাদের দাবি রাজ্য সরকারকে অবিলম্বে প্রতিটি ব্যক্তি এবং শিশুদের ভ্যাকসিন দিতে হবে। উদ্যোক্তারা জানান আগামী প্রজন্ম যাতে কোনরকম ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে লক্ষ্য রেখেই এই বিক্ষোভ তাদের।