কন্যার অনভিপ্রেত মৃত্যু ! প্রতিবছর গাছ লাগিয়ে বছরব্যাপী কন্যাসহম পরিচর্যা করেন হতভাগ্য পিতা

Social

মলয় দে, নদীয়া : ২০১৮ সালের ১৯শে জুন নদীয়া জেলার শান্তিপুর ভারতমাতা মোড় নিকটস্থ পঞ্চরত্ন স্ট্রিট নিবাসী সংগ্রাম ঘোষের জেষ্ঠ্য কন্যা প্রখ্যাত নৃত্যশিল্পী লাজলী দেবনাথ ঘোষের অকাল প্রয়াণ ঘটে । তাই লাজলির স্মৃতিকে বাঁচিয়ে রাখতে , তার আত্মার শান্তি কামনায় এলাকাবাসীদের সাথে নিয়ে শান্তিপুর শ্যাম চাঁদ মন্দিরে রুদ্রাক্ষ , পলাশ ও টগর তিনটি বৃক্ষ রোপণ করেন প্রয়াত লাজলীর পিতা সংগ্রাম ঘোষ। এছাড়াও তারা পারিবারিক ভাবে সামিল হয়েছেন বর্তমান প্রেক্ষাপটে শান্তিপুর রেড ভলেন্টিয়ার্স ও সামাজিক সংস্থা নবজাগরণের তত্ত্বাবধানে প্রত্যহ যে দুঃস্থ অসহায় পরিবারগুলোর নিকট মধ্যাহ্ন আহার পরিবেশন করা হয় সেখানে তারা উপস্থিত থেকে যথেষ্ট সক্রিয়তার সাথে অংশগ্রহন করতে প্রত্যক্ষ করা গেছে ।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৮ সালে আজকের দিনেই সন্তান প্রসব করতে গিয়ে চিকিৎসকের উদাসীনতায় এবং একদল মেডিকেল টিমের গাফিলতিতে এমনটাই মনে করেন পরিবারের পক্ষ থেকে । তবে তার তিন বছরের ছোট্ট সন্তানটির মধ্যে দিয়েই বেঁচে থাকবে লাজলি ঘোষ দেবনাথ ও তার সাথে তার স্মৃতিকে আঁকরে বিকশিত হবে শ্যাম চাঁদের উদ্যানে টগর , পলাশ ও রুদ্রাক্ষ ।

শুধু গাছ লাগানো নয়, কন্যা হারানো পিতা সংগ্রাম ঘোষ জানান, লাজলিকে হারিয়েছি! এই গাছের মধ্যেই ওকে আমি অনুভব করতে পারি, তাই বিগত দুবছর ধরে লাগানো হোক বা আজকের! কন্যাসম প্রতিপালন করে বড় করে তুলবো, একটি গাছকেও মরতে দেবোনা ।

Leave a Reply