জেলা সভাধিপতি রিক্তা কুন্ডুর উদ্যোগে  শান্তিপুর নৃসিংহপুরে চালু হলো বিনামূল্যে দ্বিপ্রহরিক আহার

Social

মলয় দে, নদীয়া :নদীয়া জেলার শান্তিপুর নৃসিংহপুর নতুন বাসস্ট্যান্ডে তৃণমূলের মা ক্যান্টিন, শুভ উদ্বোধনে নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। রবিবার শান্তিপুর নৃসিংহ পুর নতুন বাসস্ট্যান্ডে একটি মা ক্যান্টিনের আয়োজন করে ব্লক তৃণমূল কংগ্রেস। এদিনের দ্বিপ্রাহরিক আহারের এই ক্যান্টিন থেকে ওই এলাকার প্রায় ৭০০ দুস্থ পরিবারকে বিনামুল্যে খাবার তুলে দেয়া হয়। এদিনের তৃণমূলের পরিচালনায় দ্বিপ্রহরিক আহারে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু।

এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং প্রবীণ জেলা পরিষদের সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিলা বিবি, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রুপা মান্না, ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি শুভঙ্কর রায় ছাড়াও একাধিক তৃণমূল নেতৃত্ব। স্বভাবতই কার্যত লকডাউনের পর থেকেই নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণের জন্য একাধিক কর্মসূচি পালন করেছে তৃণমূল। এর পরেই মা ক্যান্টিনের মাধ্যম দিয়ে অসহায়-দুস্থ পরিবারগুলিকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে, গতকাল একইভাবে শান্তিপুর নৃসিংহপুর নতুন বাসস্ট্যান্ডে আবারো একটি এ ধরনের আয়োজন লক্ষ্য করা গেলো। সভাধিপতি রিক্তা কুন্ডু জানান এর ফলে, গঙ্গার তীরে মৎস্যজীবী এবং কৃষিজীবী পরিবার ,মাঝি মল্লার, এবং বহু পরিবহন শ্রমিক উপকৃত হবেন।

Leave a Reply