দেবু সিংহ,মালদাঃ- গত চারদিন ধরে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছে এক গৃহবধূ। নিখোঁজের ঘটনায় উদ্বেগে রয়েছে পরিবারের সদস্যরা ।চারদিন দিন ধরে পরিবারের লোকেরা হন্য হয়ে তল্লাশি চালিয়েও মেলেনি সন্ধান।
পুলিশ সূত্রে জানা যায়,ওই বধূর নাম মানোয়ারা বিবি(৪১)। বাড়ি মালদা জেলার চাঁচল থানার কান্ডারণ গ্রামে।গত চারদিন ওই বধূর কোনো সন্ধ্যান না পাওয়ায় শুক্রবার চাঁচল থানায় মিসিং ডায়েরী করেন পরিবারের লোকেরা।
পরিবার সূত্রে জানা গেছে,তাদের পরিবারে চারটি সন্তান রয়েছে।দুজনের বিয়ে হয়েছে।গত সোমবার রাত থেকেই নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বধূর স্বামী সাইদুল রহমান।
তার স্বামী আরোও জানান,স্ত্রী মানসিক ভারসাম্যহীন।করোনাকালে এভাবে যে এখন কোথায় কি করছে আমরা পরিবারের লোকেরা চিন্তিত।পুলিশের সহযোগিতা চেয়ে আমি চাঁচল থানায় একটি মিসিং ডায়েরী করলাম।
এবিষয়ে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান,নিখোঁজের পরিবারের তরফে একটি মিসিং ডায়েরী পেয়েছি। খোঁজ চালানো হচ্ছে।