ওয়েবস্টারের “Yaas…we can” ! সহযোগীতা পেল পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত মানুষেরা

News

পূর্ব মেদিনীপুর : পশ্চিমবঙ্গের প্রথম মোবাইল অক্সিজেন ভ্যান এর পর ওয়েবস্টার সার্ভিসেস সোসাইটির সদস্যরা পৌঁছে গেল “ইয়াস ” ক্ষতিগ্রস্ত পূর্বমেদিনীপুর জেলার রামনগর ১নং ব্লক এর মানুষের পাশে।

লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এর সহযোগিতায় ক্ষীরপাল এবং চাঁদপুরে ৪ এবং ৫ই জুন দুই দিনের মেডিকেল ক্যাম্প সংগঠিত করে ওয়েবস্টার সার্ভিসেস সোসাইটি।

ওয়েবস্টার সার্ভিসেস সোসাইটি এর সদস্য অনুপ বিশ্বাস জানান “দুদিনের মেডিকেল ক্যাম্পে ৫৫০ টি পরিবার এর প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রতিটা পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ঔষুধ এবং বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চিঁড়ে, মুড়ি, ছাতু, বিস্কুট, সাবান, স্যানিটারি ন্যাপকিন, স্যানিটাইজার ইত্যাদি । এভাবেই আমরা সবার সহায়তায় পাশে থাকতে চাই মানুষের। ”

ওয়েবস্টার সার্ভিসেস সোসাইটির মেডিকেল টীমের সদস্য ড: মৌমিতা দাস বলেন, “পূর্ব মেদিনীপুরের এই ভয়বহ অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আগামীতেও মেডিকেল ক্যাম্প করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেব আমরা বারবার প্রয়োজন মত।”

Leave a Reply