রানাঘাট পৌরসভার আয়োজনে রামমোহন রায়ের জন্মদিনে শ্রদ্ধার্ঘ নিবেদন
মলয় দে নদীয়া:-রামমোহন রায় ১৭৭২ খ্রিস্ট্রাব্দের ২২ মে হুগলী জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বংশে অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যায়। তাঁর প্রপিতামহ কৃষ্ণকান্ত ফারুখশিয়ারের আমলে বাংলার সুবেদারের আমিনের কাজ করতেন। সেই সূত্রেই এদের ‘রায়’ পদবীর ব্যবহার। কৃষ্ণকান্তের কনিষ্ঠ পুত্র ব্রজবিনোদ রামমোহনের পিতামহ। পিতা রামকান্ত। রামকান্তের তিন বিবাহ। মধ্যমা পত্নী তারিণীর এক কন্যা ও […]
Continue Reading