ভ্রাম্যমাণভাবে রবীন্দ্রজয়ন্তী পালন নদিয়ার যুগবার্তা পরিবারের সদস্যদের
মলয় দে, নদীয়া:- একের পর এক গুণীজন, আত্মীয় পরিজন সকলকেই কেড়ে নিচ্ছে অদৃশ্য অশুভশক্তি। ঠিক এইরকমই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনেও এসেছিল অন্ধকারের ছায়া। নিজের মনকে শক্ত করে, নাটক-আবৃত্তির নানান সৃষ্টির মধ্য দিয়ে বহুমানুষকে অনুপ্রেরণা জুগিয়ে ছিলেন বাঁচার এবং বাঁচানোর জন্য। তাই রবীন্দ্রনাথএ সময় বিশেষ তাৎপর্যপূর্ণ। অন্যান্য বছরের বিভিন্ন অনুষ্ঠানে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্তথাকে আপামর শান্তিপুরবাসী। […]
Continue Reading