খেলার বল ভেবে শিশুর হাতে তাজা বোম ! বোম ফেটে আহত দুই শিশু

দেবু সিংহ,মানিকচক :বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুতোলা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, আহত শিশুর বাড়ির পার্শ্ববর্তী ইটভাটা এলাকা থেকে বল ভেবে বোম বাড়ি নিয়ে আসে। বাড়ির লোক সেটাকে বাইরে ফেলে আসতে বললে শিশুরা বাইরে ফেলতে যায়। বাড়ির সামনে সিঁড়ির কাছে বোমাটি ফেটে যায়। […]

Continue Reading