মলয় দে, নদীয়া :- নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার অস্থায়ী কর্মী অমিত কুমার ঘোষ নাকাশিপাড়া’র শিবপুর অঞ্চলের মৌমিতা ঘোষের শুভ বিবাহ সম্পন্ন হয় গত ১৯তারিখ। ২০শে মে জলঙ্গি নদী পেরিয়ে, কন্যা পক্ষের দুজন কে সাথে নিয়ে ৩ জন বরযাত্রী নৌকা করে নববধুকে নিয়ে ফেরে শান্তিপুরের সুত্রাগরের বাড়িতে, তবে হ্যাঁ সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে। তবে নবদম্পতির বহু আকাঙ্ক্ষিত অতিথি আপ্যায়নে সংখ্যা আইনি বাধা হয়ে দাঁড়ায় করোনা পরিস্থিতিত।
তাই এ সময়ে গুপ্তিপাড়া ফেরি ঘাটে নদী পারাপারের সাথে যুক্ত বেশ কিছু মাঝি এবং প্রান্তিক মানুষদের আজ বৌভাত উপলক্ষ্যে ভাত, ডাল ,তরকারি, মাছ, চাটনি পাপড় সাত রকমের মিষ্টি মধ্যহ্নভোজ হিসেবে নবদম্পতি স্কুটি চালিয়ে পরিবেশন করেন।
নববর জানান, তার বাবা জগবন্ধু ঘোষ দীর্ঘদিন এই গুপ্তিপাড়া ফেরি ঘাটে নদী পারাপারের দায়িত্ব সামলেছেন। সেই কারণেই তাদের দুরাবস্থা সম্পর্কে সচেতন। নববধূ মৌমিতা দেবী জানান বিয়ে ঠিক হওয়ার পরে অনুষ্ঠান হবে না শুনে একটু খারাপ লেগেছিল বটে, তবে কর্মহীন এ ধরনের প্রায় ৭০ জন মানুষের মুখে হাসি ফোটাতে পেরে গর্ববোধ হচ্ছে আমার নতুন পরিবারের জন্য।