সংক্রমণ ঠেকাতে বন্ধ পার্ক সিনেমা হল, খুশির ঈদেও কঁচি- কাঁচাদের মুখ ভার! 

Social

মলয় দে, নদীয়া :- সমস্ত আনন্দ-উৎসব থেকে বিরত থাকার পর বড়রা প্রায় প্রত্যেকেই করোনা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। কিন্তু শিশুরা! ছোট্ট এক রত্তি রা কি বোঝে অতশত কঠিন কথা! সকাল থেকেই মেয়েদের এবং ছেলেদের আলাদা আলাদা আনন্দ করার পর দিনের শেষে সর্বশেষ আনন্দটা হলো পার্কভ্রমণ। সেখানে দোলনাচড়া, ঘোড়ার পিঠে ওঠা, স্লিপার ছড়া আরো কত কি!

কিন্তু আংশিক লকডাউন এর জেরে বন্ধ প্রত্যেকটি পার্ক। জেনে না জেনে অনেকেই, বিকেলে কচিকাঁচাদের নিয়ে, তাদের বায়না সামলাতে উপস্থিত হয়েছেন পার্কের সামনে, আর সেখান থেকে ফিরে যেতে হচ্ছে গত বছরের মতোই। একদিকে অক্ষয় তৃতীয়া অন্যদিকে খুশির ঈদ উল ফিতর। শিশুদের মিলনক্ষেত্র এই পার্ক, অভিভাবকদের অনেকের দাবি এই একদিনের জন্য অন্তত যদি খোলা হতো তাহলে ভালো হতো।

Leave a Reply