ফলন্ত কলা বাগানে দীর্ঘদিন ধরে চুরি এবং ক্ষতি! অবশেষে হাতেনাতে ধরা পড়লো চোর

Social

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর শহরের চরজিজিরা মাহাতো পাড়ার নিতাই মাহাতোর দুটি কলা বাগানে দীর্ঘদিন ধরে কলার কাঁদি সম্পূর্ণ না হওয়ার আগেই মোচা, কলার কাঁদি এবং গাছ ভেঙে নষ্ট করে । তিনি দীর্ঘদিন ধরেই রাতের পর রাত জেগে অপেক্ষায় থাকে চোর ধরার জন্য। অবশেষে আজ ভোর রাতে হৃষ্টপুষ্ট চেহারার বছর ২৫ বয়সের এক যুবককে হাতেনাতে ধরে ফেলে বাগানের লিজ নেওয়া মালিক নিতাই মাহাতো। প্রাণ বাঁচাতে নিতাই মাহাতো সাথে ধস্তাধস্তি হয়, বাগান মালিক এর গলার টুটি চেপে ধরে। এরপর পাশের জমি থেকে চাষিরা ছুটে এসে তাকে একটি গাছে বেঁধে রাখে। খবর দেওয়া হয় তার বাড়িতে, এবং স্থানীয় শান্তিপুর থানায়।

এ বিষয়ে বাগান মালিক নিতাই মাহাতো জানান “গত আম্ফান ঝড়ের থেকে শুরু হয়েছে , এমনিতেই কলা গাছে প্রচুর লস। তার উপর এভাবে প্রতি রাতে ক্ষতি করলে, সুদে টাকা নিয়ে চাষ করে টাকা ফেরত দেবো কিভাবে? আইনের বিচার তো হবে! কিন্তু আমার ক্ষতিপূরণ কি হবে?

Leave a Reply