সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিক্রি বেড়েছে মাস্ক ও স্যানিটাইজারের, অন্য পেশার লোকও সামিল হয়েছেন এই কাজে

Social

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর : সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আংশিক লকডাউন চলছে তার সাথে পাল্লা দিয়ে জেলার ব্যস্ততম শহর তথা ব্যবসার প্রতিষ্ঠিত জায়গা গঙ্গারামপুরেও সচেতনতার সাথে আংশিক লকডাউন চলছে। এই লকডাউন সফল করতে জেলা প্রশাসনের কড়া হাতে ময়দানে নামলেও কিছু অসচেতন মানুষদের কারণে করোনা সংক্রমণের আশঙ্কা করছেন জেলাবাসীরা। তবে ইতিমধ্যে প্রশাসন ও পৌরসভার তরফে মাইক যোগে সারা জেলার পাশাপাশি গঙ্গারামপুরেও সচেতনতার প্রচার চলছে।

জেলার মহকুমা শহর গঙ্গারামপুরে বিভিন্ন জায়গায় নানান ব্যবসায়ীরা এই পরিস্থিতিতে স্যানিটাইজার ও মাস্ক বিক্রি করে করছেন। গঙ্গারামপুর শহরের চৌমাথা মোড়ে মোবাইল ব্যবসায়ী অমিত বসাক মোবাইল বিক্রির পাশাপাশি এই করোনা পরিস্থিতিতে আংশিক লকডাউনে মাস্ক ও স্যানিটাইজার বিক্রি করছেন। তিনি জানান, এই করোনা পরিস্থিতি ও আংশিক লকডাউনের ফলে ব্যবসায় মন্দা থাকলেও মাস্ক ও স্যানিটাইজার বিক্রি করছি, বিক্রিও বেড়েছে ব্যাপক, তবে কবে এই পরিস্থিতি থেকে আমরা সকলে মুক্ত হব জানিনা কিন্ত সকলকেই এই সময়ে সাবধানে ও সচেতন থাকা দরকার। তবে দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি গঙ্গারামপুরেও নানান ব্যবসায়ীরা মাস্ক ও স্যানিটাইজার বিক্রি করছেন তা বলাই বাহুল্য।

Leave a Reply