শহর স্যানিটাইজারের খানিকটা দায়িত্ব কাঁধে তুলে নিলো শহরের তরুণরাই

Social

মলয় দে, নদীয়া :- সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তরুণ আইনজীবী পলসন ঘোষ শান্তিপুরের “ইচ্ছে পরিবারে” র সহযোগিতায় শুক্রবার শান্তিপুরের বেশকিছু জনবহুল এলাকা, বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে করোনা মোকাবেলায় স্যানিটাইজেশন করলো। কোন কাজই ছোট নয় তা মনে করেই এক ঝাঁক যুবকের মানুষের পাশে দাঁড়ানোর এই কর্মযজ্ঞই প্রমাণ করে তাদের মানুষের পাশে থেকে কাজ করার সদিচ্ছা। যা আজ স্যানিটাইজেশন পর্বের মাধ্যমে প্রকাশ পেল…তারা জানান তাদের মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য।

বিগত বছরেও করোনা মোকাবেলায় ইচ্ছে পরিবার বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপ মানুষের স্বার্থে গ্রহণ করেছে, সমগ্র শান্তিপুর সহ জেলার বিস্তীর্ণ এলাকায় পৌঁছে গিয়েছে, অর্থাৎ দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে… তা আজ নতুন করে বলার অপেক্ষা রাখে না।

সেইমতো বর্তমান সময়ে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে করোনা মোকাবেলায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Reply