মলয় দে, নদীয়া :-“বাংলা তার নিজের মেয়েকে চায়”ভোট কৌশলী প্রশান্ত কিশোর যে তার ট্যাগলাইনেই মুখ্যমন্ত্রীর প্রতি আবেগ আকর্ষিত করতে পেরেছে, তা ভোটের ফলাফলেরই প্রমাণিত। রাজ্যের সর্বত্রই দলীয় কর্মী সমর্থকদের খুশির উচ্ছ্বাস খানিকটা ম্লান হয়েছে নেত্রীর নির্দেশেই। তাঁর সাফ কথা, করোনা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের পরিষেবায় নিয়োজিত থাকতে হবে সর্বক্ষণ।
আজ তৃতীয়বারের জন্য মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে, আর সেই শুভক্ষণে একেবারেই উৎসাহিত হবেন না এমনটা আবার হয় নাকি! তাই পুরুষ সদস্যরা মিছিল বা অন্যান্য আনন্দ থেকে নিজেদের বিরত রাখলেও, ঘরের মহিলারা কিন্তু নিজেদের মধ্যে আবির খেলা এবং মিষ্টিমুখ করেছেন স্বাস্থ্যবিধি মেনেই।
নদীয়ার ফুলিয়া টাউনশিপ এলাকার বইচা ঘোষপাড়ার ৪০ নম্বর বুথের রিয়ঙ্কা দাস ঘোষ, জয়ন্তী চক্রবর্তী, টিংকু সাহা, প্রীতিকা রায়, কেয়া চৌধুরী মাধুরী চৌধুরীদের মত গৃহবধূ ও বিবাহিত মহিলারা শঙ্খ বাজিয়ে শপথ গ্রহণের সময় সম্ভাষণ জানালেন পাড়ার মোড়ে দাঁড়িয়েই, খাওয়ালেন পথচারীদের মিষ্টি, সবুজ আবিরে রাঙিয়ে দিলেন দলীয় কর্মী সমর্থকদের।