গ্রামবাসীদের উদ্যোগে এলাকা স্যানিটাইজ ও সচেতনতার বার্তা

Social

পূর্ব মেদিনীপুর:- গত কয়েক দিন আগে পূর্ব মেদিনীপুর জেলার বড়িশা গ্রামের একব্যক্তি করোনা’য় আক্রান্ত হয়ে মৃত্যু হয়, এরপর থেকে গোটা এলাকা জুড়ে আতঙ্কের বাতা বরণ সৃষ্টি হয়, যদিও প্রশাসন ও স্থানীয় সমাজ সেবী মানুষের তরফ থেকে সচেতনতা বার্তা দেয়া হয় গোটা এলাকাবাসিকে। অবশেষে মঙ্গলবার গ্রাম বাসীদের উদ্যোগে গোটা এলাকাকে স্যানিটাইজার করা হয়, পাশাপাশি গ্রামবাসীদের তরফ থেকে সচেতনতা বার্তা দেওয়া হয়, বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধারণ সহ সমদূরত্ব রাখার বার্তা দিলেন গ্রামবাসীরাই।

আর গ্রাম বাসীদের সাথেই একই ভাবে এলাকায় জীবনু মুক্ত ও সচেতনাতা বার্তায় শামিল হয়েছে বড়িশা স্বামীজি একাডেমি নামে এক সমাজসেবী সংগঠন, এই দিন এই সমাজ সেবা সংগঠনের সম্পাদক বিশ্বনাথ দাস বলেন গ্রামের যে সমস্ত বাড়িতে করণায় আক্রান্ত হয়েছেন সেই সব বাড়ি গুলি জীবাণু মুক্ত করা হয় এদিন পাশাপাশি সচেতনতা বার্তা দেওয়া হয়, যাতে আমি একটিও মানুষের প্রাণহানি না ঘটে সর্বদা সজাগ থাকার শর্ত দেওয়া হয় এই সমাজসেবী সংগঠন ও গ্রামবাসীর তরফ। থেকে।

Leave a Reply