মলয় দে, নদীয়া:- ধীরে ধীরে আবারও হয়তো কিছুদিন আগের পূর্বাবস্থায় ফিরে জেতে চলেছি আমরা! ধর্মীয় অনুষ্ঠান, রাজনৈতিক সমিতিতে লাগামছাড়া আনন্দ উপভোগের জন্যই হয়তো ক্রমশ পিছিয়ে চলেছি আমরা। আবারো সেই পুলিশের চোখ রাঙানি, ব্যক্তিগত বা পারিবারিক বেশকিছু বিষয়ে প্রশাসনিক অনুমতি সবটাই ঠিক এক বছর আগে লকডাউনের পরবর্তী সময়ের মতো। এবারও ঠিক সেই আগের মতো অনুষ্ঠান বাড়িতে অতিথি নিমন্ত্রণের ক্ষেত্রে ইতিমধ্যে বিধিনিষেধ! চোখে ধরা পরলো রানাঘাট পৌরসভার সিদ্ধান্ত।
পৌরসভার এই বিধি-নিষেধ আরোপ হলো রানাঘাট পৌরসভার বিবাহ অন্য অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য নির্দিষ্ট অনুষ্ঠান বাড়ি “আহেলিতে”। সোমবার থেকেই দেখা গেলো অনুষ্ঠান বাড়ি গুলির জন্য নির্ধারিত কেবল মাত্র ১০০ জনকে এই অনুষ্ঠান বাড়িতে আপ্যায়ন করতে পারবে মর্মে বিজ্ঞপ্তি পাঠাতে। নির্দেশ লঙ্ঘিত হলে ব্যবস্থা নেবে রানাঘাট পৌরসভা।