মলয় দে, নদীয়া:- টিকিট পরের কথা ! মাস্ক আগে। মুখবন্ধনি না থাকলে গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না ট্রেনে চড়ে। এমনকি অন্য কোনো দরকারে ও স্টেশন চৌহদ্দিতে পৌঁছালেই পড়তে হবে মাস্ক। আর যদি না থাকে! বিশেষ সূত্রে খবর পাওয়া যায় রেল দফতর একটি নির্দেশিকা জারি করেছে যেখানে মাস্ক না পরলে ৫০০ টাকা অবধি জরিমানা ও জেল হতে পারে ।
নদীয়ার রানাঘাট এর আরপিএফের আইসি’র নির্দেশ অনুযায়ী আজ শান্তিপুর রেলওয়ে স্টেশনে দেখা গেল তারই তৎপরতা। বসার জায়গা রেল কাউন্টার প্ল্যাটফর্ম সর্বত্রই চলছে স্যানিটাইজ। তবে ফাইন চালু হওয়ার আগে চলছে বুঝিয়ে বলা পর্ব। আজ বেশকিছু এ ধরনের চিত্র ধরা পড়ল।
একজন তো বলেই বসলেন, মিডিয়ার ভোট খবর শেষ হয়েছে, তাই এ ধরনের খবর দেখা যাচ্ছে এখন! কেউ বললেন, আইন এবং ফাইন না করলে, আমরা বাঙালিরা কোনদিনই সচেতন হবো না। তবে করোনার পরিস্থিতি যে আবারো ভয়াবহ রূপ নিতে চলেছে, তা জানেন সকলেই, কিন্তু রাজনৈতিক সভা সমিতির বিরুদ্ধে সরকারি কোনো পদক্ষেপ না নেওয়ার অজুহাতে তারাও খানিকটা শিথিল হয়েছে বলেই জানান। তবে প্রশ্ন একটাই, নিজের প্রাণ পরিবারের দিকে তাকিয়েও কি আমরা সচেতন হবো না? নিজের ভালো বোঝার জন্য কি আইনি হস্তক্ষেপ প্রয়োজন!