রানাঘাটের রুম্পা নিঃশব্দে রওনা দিলেন এভারেস্ট জয়ের উদ্দেশ্যে

Social

মলয় দে, নদীয়া : বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা হোক বা ভোট উৎসাহী সাধারণ মানুষ যখন ক্ষমতা দখলের স্বপ্নে মশগুল নদীয়ার রানাঘাটের রুম্পার স্বপ্ন এভারেস্ট শৃঙ্গ জয়! তাই এভারেস্ট জয় করতে ছুটলেন রানাঘাটের রুম্পা দাস।

পর্বতারোহী বসন্ত সিংহ রায়ের ছাত্রী রুম্পা এর আগে বেশ কয়েকটি এক্সপিডিশন – এ অংশ নিয়েছেন কমপ্লিট করেছে তিন-তিনটে সামিট। রুম্পার এবারের লক্ষ্য এভারেস্ট শৃঙ্গ জয়। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার রাতে রানাঘাট থেকে কলকাতা অভিমুখে পাড়ি দিলেন রুম্পা। তিনি দার্জিলিং মেল ধরে এনজিপি এবং তারপরে ফ্লাইটে কাঠমান্ডু সেখান থেকে লুখলা। এই লুখলা থেকেই আগামী ৯ই এপ্রিল এভারেস্ট শৃঙ্গ জয় এর উদ্দেশ্যে রওনা দেবে পর্বতারোহী রুম্পা। তিনি জানান ৫৫ থেকে ৬০ দিন লাগবে এভারেস্ট শৃঙ্গে পাড়ি দিতে। এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের অনুপ্রেরণা কে সম্বল করেই রুম্পার এবারের জয়ের স্বপ্ন। রুম্পাকে ট্রেনে তুলে দিতে রানাঘাট স্টেশনে হাজির হয়েছিলেন তাঁর শুভানুধ্যায়ীরা। রানাঘাটবাসীর সাথে সারা রাজ্যবাসী চায় এভারেস্ট জয় করেই ফিরুক রানাঘাটের রুম্পা ।

Leave a Reply