দেবু সিংহ, মালদা-শুরু হল আন্তর্জাতিক বাউল উৎসব সাধুমেলা। দোল পূর্ণিমা উপলক্ষ্যে এই উৎসব। বৃহস্পতিবার অধিবাস দিয়ে সূচনা। চলবে ৪ দিন ধরে। ২৪ ঘন্টায় বাউল গানের আসর বসে। শেষের দিকে নামকীর্তন দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। পুরাতন মালদার পাবনাপাড়া চরকমেলা প্রাঙ্গণে বসে এই আসর। জানা গেছে, এলাকার প্রসিদ্ধ বাউল শিল্পী নিবারণ হালদারের হাত ধরে এই মেলার সূচনা হয়। তিনি অজয় নদীর তীরে জয়দেব মেলার মতো মহানন্দার তীরে এই উৎসবের ভাবনা চিন্তা করেন। সেই থেকে হয়ে চলেছে। এক সদস্য দুলাল চক্রবর্তী বলেন, ‘আমাদের এখানে এমন কোনও বাউল শিল্পী নেই, যিনি গান করেন নি। এমনই উদাহরণ রয়েছে, এখানে গান গেয়ে বাউলের জীবনযাত্রাও শুরু করেছেন অনেকে।’