সোশ্যাল বার্তা : শারদোৎসবের ছুটি উপলক্ষে দার্জিলিঙে প্রচুর পরিমানে পর্যটকরা এসে হাজির হয়েছেন। হঠাৎ করে এত পরিমাণে পর্যটকরা আসায় হোটেল ভাড়াও বেড়েছে প্রায় দ্বিগুণ । আজ বিজয় দশমী বা দশেরা উপলক্ষে প্রায় ৮০ শতাংশ খাবারের হোটেল বন্ধ । ফলে পর্যটকরা খাবার খুঁজতে খুঁজতে নাজেহাল হয়ে পড়ছেন। ম্যালের নীচে খাবারের জন্য দুটি হোটেল খোলা রয়েছে । এতটাই ভিড় যে আগে থেকেই জনসংখ্যা লিখিয়ে খাওয়ার জন্য নাম লেখাতে দেখা গেল পর্যটকদের । ম্যালের নিচেই দুটি হোটেল কাম রেস্টুরেন্ট রয়েছে মহাকাল ও চাণক্য। হোটেলে প্রচুর ভিড় লক্ষ্য করা গেল। হোটেল মহাকালে বিকেল ৪টের সময়ও খাবারের জন্য লাইন দেখা গেল।
বেলা ৪টে নাগাদও অনেক পর্যটককে খাবার না পেয়ে ফিরে যেতে হলো। নদীয়ার কল্যাণী থেকে আসা একজন পর্যটক জানান “বেলা ১ট নাগাদ খাবারে জন্য এসেছেন খাবার পেলাম বেলা ৩.৩০ মিনিটে। তবু অনেক খুুঁজে খাবার পেলাম। বলুনতো দাদা দুপুর বেলা ভাত না হলে কি চলে ?
চাণক্য হোটেলের একজন কর্মী জানান “হঠাৎ করে পর্যটক বেড়ে গেছে। অন্যদিকে দশেরা উৎসব চলায় অধিকাংশ খাবারের হোটেল বন্ধ ফলে সামাল দিতে হিমসিম খাচ্ছি”।
হোটেল এর ক্ষেত্রেও রুমের চাহিদা বেড়েছে। অনেক হোটেলে ঘর খালি নেই। অনেকেই রুম খুজছেন । যে সব রুমের ভাড়া অন্য সময় ১৮০০ থেকে ২০০০ টাকা এখন তা প্রায় ৩০০০-৩৫০০ টাকা। ফলে ভ্রমণপ্রিয় বাঙালি একটু হলেও সমস্যায় পড়েছেন বলে মনে করা হচ্ছে।