সামনেই দোল উৎসব! তাঁতের শাড়িতে লেগেছে বসন্তের ছোঁয়া, শ্রীকৃষ্ণের ছেলেবেলা থেকে রাসলীলা!

Social

মলয় দে, নদীয়া :- শিল্পীর শিল্পকর্ম ফুটে ওঠে সর্বত্র! আগে বিছানার চাদর টেবিল ক্লথে সীমাবদ্ধ থাকলেও ইদানিং পাঞ্জাবি কুর্তি শাড়ি ব্লাউজের মতো নানা পোশাকেও ব্যাপ্তি ঘটেছে। শরতের আগমন, বড়দিন, রবীন্দ্রজয়ন্তী , বাংলা নতুন বর্ষের মতো বিভিন্ন আনন্দ উৎসবের উচ্ছাস আনন্দ আবেগ ফুটে ওঠে শাড়িতে। এবং তা বিক্রি হয় চড়া দামে, তাই শিল্পী দেখেছে অর্ডারও পরে এই অনুযায়ী!

নদীয়ার শান্তিপুর শহরের নিশ্চিন্তপুর এলাকায় সোনা শর্মা এইরকমই একটি শাড়িতে ফুটিয়ে তুলেছেন শ্রীকৃষ্ণ শৈশব থেকে দেবতা হয়ে ওঠার নানা কাহিনী। তিনি জানান, “মূল মটকাশাড়ির দাম ৪০০০ টাকার মতো, তার সঙ্গে ২৫০০ টাকা পারিশ্রমিক বাবদ ! অর্থাৎ মোট ৬৫০০ টাকা খরচ , তাই আশা করা যায় ৮-১০ হাজারের উপর বিক্রি হবে এই শাড়িটি, তবে যেহেতু প্রদর্শনী হিসেবে ব্যবহৃত হবে তাই, এর দাম ক্রেতাদের আগ্রহের উপর নির্ভর করবে। তবে কাপড়ের কোয়ালিটির উপর, রং খরচ বা পারিশ্রমিক নির্ভর করে। যেমন সুতির উপরে এই কাজটি করতে মাত্র ৫০০ টাকা , আবার লিলেনের উপর হলে ১৫০০ টাকা। তবে খরচ যাইহোক! রংয়ের গ্যারান্টি সম্পূর্ণ ! ‘

কথা প্রসঙ্গে তার কাছ থেকে জানা যায়, অন্যান্য বিভিন্ন পোশাকের মধ্যে শাড়ি এবং পাঞ্জাবিতে আসন্ন হোলি উপলক্ষে বিভিন্ন রং, পিচকারি, বাদল উৎসব সংক্রান্ত অন্যান্য বিশেষ কিছু চিত্রাংকন হটকেকের মতো বিক্রি হয়েছে। তাই আবারও, বেশ কিছু শাড়ি এবং পাঞ্জাবীর ওপর কাজ শুরু করেছেন, তিনি। পেশায় চুক্তিভিত্তিক শিক্ষক হলেও বাড়িতে আঁকা শেখানো স্কুল তার বহুদিনের, বাড়িতে বিভিন্ন ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে আগ্রহীদের এ ধরনের ব্যবসায়িক ভিত্তিতে কাজও তিনি শেখাচ্ছেন, জীবন-জীবিকার রুজি-রোজগারের উদ্দেশ্যে।

Leave a Reply