নদীয়ার শান্তিপুরে থ্যালাসেমিয়া নির্ণয় কেন্দ্রে কঁচি-কাঁচাদের উপচে পড়া ভিড়

মলয় দে, নদীয়া:- নদীয়ার শান্তিপুর সুত্রাগড়ে কৃষ্ণনগর থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে, শান্তিপুর মরমীর সহযোগিতায় সুত্রাগড় নব ব্যায়াম সমিতির পরিচালনায় শুক্রবার  থ্যালাসেমিয়া নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছিলো। সকাল দশটা থেকে ওই এলাকায় এবং আশেপাশের বহু কচিকাচারা অভিভাবকসহ উপস্থিত হয়েছিলো। বিবাহযোগ্য বেশ কিছু তরুণ তরুণী কেউ লক্ষ্য করা গেলো, তারা জানান অতীতে বাড়ির কাছাকাছি কখন কখনো […]

Continue Reading