মানবিকতার টানে পথের সারমেয়দের বাঁচাতে পশু চিকিৎসালয়ে, সারমেয় নিয়ে পশুপ্রেমীরা 

Social

মলয় দে, নদীয়া :-রাজ্যের বিভিন্ন জায়গায় পথ কুকুরদের মৃত্যু ঘটছে আর এই মৃত্যুর খবর কাছে আসতেই অনেক পশু প্রেমীরা আতংকিত ।ইতিমধ্যে বাঁকুড়ার বিষ্ণুপুরে ১৭৮ টি কুকুরের মৃত্যু ঘটেছে যাদের মধ্যে বেশিরভাগই মৃত্যু ঘটেছে সংক্রমণের জন্য! আর তাই রানাঘাট তার পার্শ্ববর্তী অঞ্চলের পশু প্রেমীরা ভিড় করছেন হবিবপুর পশু হাসপাতালে বর্তমানে কুকুরের ছোট ছোট বাচ্চা ঘোরাফেরা করে এদের মধ্যে কয়েকটি কুকুর অসুস্থ হওয়াতে পশুপ্রেমীরা কুকুরদের সঙ্গে নিয়ে এসে পশু হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন যাতে কুকুর সুস্থ হয়ে ওঠে ।

হবিবপুরে দুর্গাপুরের কুঠি পাড়া এলাকার পশুপ্রেমী গৌরী বিশ্বাস জানান নিয়মিত তিনি সারমেয়দের জন্য রান্না করেন খেতে দেন কিন্তু অজানা রোগে অনেকগুলি বাচ্চা মারা গেছে তাই দুটি সারমেয় নিয়ে হাজির হয়েছেন পশু চিকিৎসালয়ে।

Leave a Reply