নদীয়ার কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে পালিত হল প্রজাতন্ত্র দিবস নজর কাড়ল গাছের প্রদর্শনী

Social

মলয় দে নদীয়া :- উদযাপিত হলো ৭২ তম প্রজাতন্ত্র দিবস। নদীয়ার কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে মঙ্গলবার জাতীয় পতাকা উত্তোলন করলেন নদীয়ার জেলাশাসক পার্থ ঘোষ। এরপর মাঠ প্রদক্ষিণ করে অভিবাদন গ্রহণ করেন নদীয়ার জেলা শাসক এবং কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ। বর্ণাঢ্য কুচকাওয়াজ সহ গান স্যালুট দেওয়া হয় এদিন নদীয়া জেলা পুলিশের পক্ষ থেকে। এবারে কোভিড সতর্কতায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের কুজকাওয়াজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এবারের প্রজাতন্ত্র দিবসের নতুন সংযোজন ছিল গাছের প্রদর্শনী। জেলার বিভিন্ন দপ্তরের বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এছাড়াও ছিল ট্যাবলো।

তবে সবচেয়ে বেশি নজর কাড়ে কৃষ্ণনগরের একটি ফেসবুক গ্রুপ “গাছের আমি গাছের তুমি” গাছের প্রদর্শনী।

গাছের প্রদর্শনীর মধ্যে সজল সরকারে বনসাই গাছগুলি ও সুবীর সরকারে ক্যাকটাস নজর কাড়ে অধিকাংশ মানুষের। এছাড়াও বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের জাতীয় গাছ ছিল এই গাছের প্রদর্শনীতে । আগত অধিকাংশ মানুষই এই গাছের প্রদর্শনী দেখে খুবই আনন্দিত হয়। গ্রুপের অ্যাডমিন সুদীপ ভট্টাচার্য জানান ” নদীয়া জেলার জেলা পরিষদের সচিব সৌমেন দত্ত মহাশয় গাছের প্রদর্শনীর প্রস্তাব দেন। গ্রুপের সদস্যরা এগিয়ে এসে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। আমাদের এই গ্রুপকে প্রদর্শনীতে অংশগ্রহণ করতে দেওয়ার জন সৌমেন দত্ত মহাশয় সহ প্রশাসনিক আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপন করছি”।

জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদর্শনী তে অংশগ্রহণকারীদের তুলে দেওয়া হয় শংসাপত্র ও স্মারক ।

Leave a Reply