মলয় দে, নদীয়া :-নদীয়ার কৃষ্ণনগরে উদ্বোধন হলো নতুন বাস ডিপো, নামকরণ করা হলো নেতাজী সুভাষ চন্দ্র বসু বাস ডিপো। উদ্বোধন করলেন দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর ধীরেন কুমার।
উপস্থিত ছিলেন নদীয়া জেলার জেলাশাসক পার্থ ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি রিক্তাকুন্ড সহ অন্যান্য অধিকর্তারা। উল্লেখ্য রাজ্য সরকারের উদ্যোগে গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে নতুন বাস ডিপোর প্রয়োজন সাধারণ মানুষের সাথে সেই সব জায়গা গুলি চিহ্নিত করে পরিবহন দপ্তর এর তরফ থেকে বাস ডিপো তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। সেইমতো নদীয়ার কৃষ্ণনগরে একটি নতুন বাস ডিপোর শুভ সূচনা হলো।
প্রাথমিকভাবে জেলাশাসক এর উদ্যোগে মায়াপুর থেকে শিলিগুড়ি একটি বাস চালু হবার কথা ঘোষণা করা হয়। এই বাসটির নাম দেওয়া হয়েছে নেতাজি এক্সপ্রেস। এই বাসটি শিলিগুড়ি থেকে সকালে এবং মায়াপুর থেকে সকালে ছাড়ার কথা ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি আরও দুটি বাস টালিগঞ্জ থেকে তারাপীঠ, এবং তারাপীঠ থেকে ঝাড়গ্রাম বাস চালু করার কথা ঘোষণা করা হলো। একটির নাম দেওয়া হয়েছে জয় হিন্দ এক্সপ্রেস এবং অন্যটি আজাদ হিন্দ এক্সপ্রেস। মোট এই তিনটি বাস সার্ভিসের কথা ঘোষণা করলেন এদিন ম্যানেজিং ডাইরেক্টর।দক্ষিণবঙ্গ পরিবহন দপ্তরের ম্যানেজিং ডাইরেক্টর বলেন মানুষের সেইভাবে সাড়া পাওয়া গেলে পরবর্তীকালে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে। স্বাভাবিকভাবেই নতুন বাস সার্ভিস চালু হওয়াতে নদীয়া থেকে উত্তরবঙ্গের যোগাযোগ আরো সুদৃঢ় হবে বলে মনে করছে সাধারণ মানুষ।