মলয় দে, নদীয়া :-নদীয়া জেলার রানাঘাট শহরে চূর্ণী নদীর ধারে অবকাশ পার্কের পাশে তৈরি হলো তটিনী। অত্যাধুনিক এই অতিথি নিলয় একবারে আধুনিক হিসাবে ধরা দিচ্ছে। পৌর সভার উদ্যোগে মুখ্যমন্ত্রী গ্রীন সিটি প্রকল্পের মাধ্যমে দেড় কোটি টাকা ব্যায়ে এই অতিথি নিবাস তৈরি হলো বলেই জানা গেছে পৌরসভা সূত্রে। রবিবার এই নিবাসের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। থাকার জন্য ১০টি ঘর সহ কনফারেন্স হল রয়েছে এই নিবাসটিতে। সামনে পার্ক বাচ্চাদের খেলার জন্য ছোট একটি মাঠ এবং শীততাপ নিয়ন্ত্রিত এই অতিথি নিবাস। অতিথি নিবাস তৈরীর জন্য রানাঘাটবাসী অত্যন্ত খুশি বলে জানা গিয়েছে।