নদীয়ার ভক্তবৃন্দদের মনস্কামনার মাটি মানত ! ঢেলাই চন্ডীদেবীর অধিষ্ঠান মাটির পাহাড়ে

Social

মলয় দে, নদীয়া:- বেশ কিছু বছর আগেকার কথা! তিরিশ-চল্লিশ বছর আগে তো হবেই। মাঠ আমন ধান, রোপণের পর সবুজ সতেজ সারা মাঠ জুড়ে! কিন্তু ফুল বা ফলের দেখা পেল না চাষীরা! এমনকি চিটে ধানও নয়! শুধু একজনের নয় নদীয়ার কৃষ্ণনগর ১নং ব্লকের যাত্রাপুর গ্রামের ষোলোর বিলের শতাধিক কৃষকের এই করুন অবস্থা হয়েছিলো, কৃষি বিজ্ঞানীদের কাছেও কারণ সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি বলেই জানালেন এলাকার প্রবীণ কৃষকরা। পাশের আদিবাসী গ্রামে মা মনসার শরণাপন্ন হয়ে কৃষকরা সুফল পায়। তারপরের বছর থেকে চাষের জমির মাঝেই অগ্রহায়ন মাসে শনি মঙ্গলবারে মনসা দেবীর পূজা দিয়ে আসছেন কৃষকরা।

তবে চাষের জমিতে, মাটির চাই অর্থাৎ ঢিলা জমিতে পূজিত হওয়ার কারণেই স্থানীয় নামকরণ হয়েছে ঢেলাই চন্ডী। হাজারে হাজারে ভক্ত বৃন্দ দের মানত করা মাটি মাথায় করে, নিয়ে গিয়ে অর্পণ করেন মায়ের পদতলে! কয়েক বছরের মধ্যেই মানত করা মাটি জমে মাটিরপাহাড়ে পরিণত হয়েছে! এত মানুষের সমাগমে, বসে মেলা! কবিগান, তরজা ঝাপান, বাউল গানের শিল্পীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এত ভক্তবৃন্দদের মাঝে নাম গানের মাহাত্ম্য পৌঁছাতে এবং পরবর্তীকালে নিজেদের রুজি রোজগারের ব্যবস্থা করতেও।

ভক্তবৃন্দদের দুপুরের মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে বিভিন্ন গ্রামের কৃষকরা পালা করে দায়িত্ব কাঁধে তুলে নেন। প্রায় ত্রিশ চল্লিশটা উঁনুন ধরিয়ে, সারাদিন ধরে খিচুড়ি ভোগ প্রসাদ রান্না, এবং তা পরিবেশন করার জন্য মাটি বহন করা ট্রাক্টরকে পাত্র হিসেবে ব্যবহার করা হয়।

শনিবার পার্শ্ববর্তী গ্রাম যাত্রাপুরের সরকারী চাকুরীর জন্য প্রস্তুতি নিচ্ছেন অনিক বিশ্বাস, এলাকার তাপস বিশ্বাস,সন্ন্যাসী মণ্ডল, মিঠুন বিশ্বাস, বিশ্ব মণ্ডল,সুজিত সরকার সহ গ্রামের লোকেরাই রান্না করা খাবার তুলে দিচ্ছেন ভক্তদের হাতে। তাপস বিশ্বাস জানান গ্রামের মানুষের সহযোগীতার মাধ্যমে এই কাজ চলছে।

কৃষি বিলের পক্ষে-বিপক্ষে রাজনৈতিক তরজা বোঝেন না তারা! তবে সংঘবদ্ধ জীবন বিশ্বাস এবং আন্তরিকতায় ভরা কৃষকরা ধনী-দরিদ্র জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে চাষের মাঠে বসে একসাথে এক পাতে খাওয়ার নিদর্শন সত্যি প্রশংসার দাবি রাখে।

Leave a Reply