দেবু সিংহ,মালদা:-বিহার সহ মালদা জেলার বিভিন্ন প্রান্তের ২৮জোড়া বর-কনেদের নিয়ে “আদর্শ গণবিবাহ অনুষ্ঠান” অনুষ্ঠিত হলো মালদা জেলার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গনে।
রবিবার জামায়াতে ইসলামী-র আয়োজনে প্রশাসনের সহযোগিতায় এই আদর্শ গণবিবাহের আয়োজন করা হয়। এই গন বিবাহ অনুষ্ঠানে বিহারের দুই জোড়া বর-কনে সহ মালদা জেলার বিভিন্ন প্রান্তের ২৮ জোড়া মুসলিম ধর্মালম্বী ছেলে-মেয়ের গণবিবাহ দেওয়া হয়। অসহায় দুস্থ পরিবার, যাদের বিয়েতে খরচ করার মত কোন রকম সামর্থ্য নেই সেই সমস্ত পরিবারের বর-কনেদের নিয়ে এই গণবিবাহের আয়োজন করা হয়।
গণবিবাহ অংশগ্রহণকারী প্রত্যেক কনেদের ১২ গ্রাম ওজনের সোনার মালা এবং বর কনের পড়ার সাজ দেওয়া হয়। এছাড়াও যাতায়াতের জন্য গাড়ি ভাড়াও দেওয়া হয়। গণবিবাহ দেখতে উপচে পড়া ভিড় এলাকাবাসীর।
গণবিবাহ উপলক্ষে বুধিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে বর-কনের পরিবারের লোকজন সহ প্রায় দেড় হাজার মানুষের সকালের টিফিন ও দুপুরের ভোজনের ব্যবস্থা করা হয়।