দিল্লি ন্যাশনাল হানি মিশন থেকে নদীয়ার কাঁদিপুর সীমান্তে হানি বি প্রজেক্ট ইন্সপেকশন

Social

মলয় দে নদীয়া:-নদীয়া জেলার বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের অন্তর্গত কাদিপুর বিওপিতে মৌমাছি পালন প্রজেক্ট এর ন্যাশনাল হানি মিশন থেকে ইন্সপেকশন হয়ে গেল । এদিন ন্যাশনাল হানি মিশনের পক্ষ থেকে আধিকারিক রা উপস্থিত ছিলেন । প্রথমে কাঁদিপুর সীমান্তে প্রথমে ওই বিওপির অন্তর্গত বিভিন্ন জায়গায় যে মৌমাছি পালন যে প্রজেক্ট চলছে তারই দেখে সকলে এবং তার সঙ্গে সঙ্গে মেডিসিনাল বিভিন্ন প্ল্যান্ট পরিদর্শন করেন।

কাদিপুর সীমান্তে পরিদর্শন করার সময় বিএসএফ ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট সুজিত কুমার মহাশয় উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন বিএসএফের বিভিন্ন আধিকারিকরা পাশাপাশি এই এলাকার মৌমাছি পালন করতে যে সমস্ত মহিলা এবং পুরুষরা তারাও উপস্থিত ছিলেন এবং এই মহিলারা দিল্লি থেকে পরিদর্শন করতে আসেন তাদেরকে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হয়।এদিন সকাল থেকে বিএসএফের আধিকারিক থেকে জওয়ানরা উপস্থিত ছিলেন।

কাদিপুর সীমান্তে পরিদর্শন করার সময় বিএসএফে ভর্তি সময় ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট সুজিত কুমার মহাশয় উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন বিএসএফের বিভিন্ন আধিকারিকরা পাশাপাশি এই এলাকার মৌমাছি পালন করতে যে সমস্ত মহিলা এবং পুরুষরা তারাও উপস্থিত ছিলেন এবং এই মহিলারা দিল্লি থেকে পরিদর্শন করতে আসেন তাদেরকে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হয়।

Leave a Reply