অভিনব নাটকীয় পদ্ধতিতে প্রকাশ্য দিবালোকে গৃহবধূর সোনার বাউটি ছিনতাই

Social

মলয় দে, নদীয়া:- নদীয়ার শান্তিপুর শহরের শ্যামবাজার অ্যাক্সিস ব্যাংকের সামনে প্রকাশ্যে দিবালোকে অভিনব পদ্ধতিতে এক গৃহবধুর সোনার বাউটি নিয়ে পালালো তিন যুবক।

গৃহবধূ মঞ্জুশ্রী প্রামানিক জানান,তিনি ডাকঘর থেকে ডাক্তার দেখিয়ে একা একা হেঁটে ফিরছিলেন শ্যামবাজারের বাড়ির উদ্দেশ্যে । অ্যাক্সিস ব্যাংকের সামনে দুটি গাড়িতে থাকা তিন যুবক তাকে এসে বলে গতকাল এই এলাকায় ছিনতাই হয়েছে, কিছুক্ষণ আগেও এ ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে, আপনি আসুন স্যারের কাছে! আকাশী জামা পরিহিত লম্বা-চওড়া ওই ভদ্রলোককে দেখে মঞ্জুশ্রীদেবী ভাবেন, পুলিশেরই নজরদারি চলছে ওই এলাকায়। তাই রাস্তার পাশেই একটি দুধের দোকানের পাশে ওই বাড়িরই মন্দিরের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকা অপর লম্বা চওড়া এক ব্যক্তি গৃহবধূর উদ্দেশ্যে বলেন, বাউটি খুলে ব্যাগের মধ্যে নিন, ওদেরই সাজানো অপর একজনকে আংটি খুলতে বাধ্য করেন ওই ভাবেই স্বভাবতই আকাশী জামা এবং অপরজন আংটি খুলতে দেখে তিনি প্রশাসনের লোক বলেই মনে করেন। এরপর দ্বিতীয় ওই লম্বা-চওড়া ভদ্রলোক ভদ্রমহিলার ব্যাগ খুলে কোথায় রেখেছেন তা দেখতে চান, ক্ষণিকের জন্য বুদ্ধিভ্রম হয়ে মাধ্যমিক অবলীলাক্রমে তাকে দেখান, এরইমধ্যে কখন যে সেটা গায়েব করে নিয়েছেন ওই ভদ্রলোক তা বুঝতেও পারেননি মঞ্জুশ্রী দেবী। এরপর তার এক পরিচিতকে গিয়ে এই ঘটনাটি জানালে, তিনি সাথে সাথে বলেন ওই বাউটি দুটো এখনো আছে কিনা ব্যাগে খুলে দেখতে, যথারীতি সেটা না খুঁজে পাওয়ায় দুর্ঘটনাস্থলে এসে পৌঁছান তার পরিবারের অন্য সদস্যরা। শান্তিপুর থানার পক্ষ থেকে এসআই অশোক বিশ্বাস পৌঁছে সমস্ত বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেন। সামনেই অ্যাক্সিস ব্যাংকের সিসি ক্যামেরার একটি আর এর বাইরে ঘটেছে বলে জানা গেছে। কাশ্যপপাড়া বা ওই এলাকার অন্য কোন সিসি ক্যামেরায় এ ধরনের কিছু পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply