মলয় দে, নদীয়া:-লন্ডনের মাটি থেকে গত বছরে দিব্যাঙ্গ বিশ্বকাপ, ছিনিয়ে নিয়ে এসেছিল ভারতীয় দিব্যাঙ্গ ক্রিকেট টিম। সেই টিমের সদস্য দেবব্রত রায় ফিরে এসে সাংবাদিকদের কাছে, ইচ্ছা প্রকাশ করেছিলো শান্তিপুর এ ধরনের নিয়মিত অনুশীলনের ব্যবস্থা গড়ে তুলবেন তিনি। কিছুদিন আগে শান্তিপুরের চারজন, সহ নদীয়ার মোট আট জনকে নিয়ে গড়ে তুলেছেন একটি দিব্যাঙ্গ ক্রিকেট দল। যার প্রথম অনুশীলন হিসাবে আজ মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল এগারোটা নাগাদ শুরু হয় একটি প্রদর্শনী ম্যাচ। সুস্থ স্বাভাবিক দের একটি দল এবং বিশেষভাবে সক্ষম দের একটি দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। যেখানে দিব্যাঙ্গ টিমের প্রত্যেক সদস্যের বিভিন্ন শারীরিক সমস্যা কে উপেক্ষা করেও অসাধারণ নিদর্শনে মন ভরালেন দর্শকদের।
এ প্রসঙ্গে দেবব্রত বাবু জানান, এরপর থেকে নিয়মিত অনুশীলন করাবেন তিনি, এবং শান্তিপুরে শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন দের জাতীয় স্তরের একটি খেলা করাতে আগ্রহী। তবে এ বিষয়ে নদীয়ার শুধু নয় সারা বাংলার বিভিন্ন বিজ্ঞাপনদাতার বিশেষ প্রয়োজন। আসা-যাওয়া এবং থাকা খাওয়া সংক্রান্ত এবং পুরস্কার প্রদান যথেষ্ট ব্যয়সাপেক্ষ!