বারাসাতে পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস

Social

মলয় দে :- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘের মান্যতা আজকের দিনটি বিশ্ব মানবাধিকার দিবস। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার  বারাসাত উন্নয়ন প্রস্তুতির পক্ষ থেকে একটি পদযাত্রা ও বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এই পদযাত্রায় অংশ গ্রহণ করেছিল বিজয়িনী ও উত্থান দলের সহস্যরা।

বারাসাত উন্নয়ন প্রস্তুতি মূলত শিশু ও নারী পাচারের বিরুধে কাজ করে। পাচার হয়ে যাওয়া মেয়েদের সমাজের মূল স্রোতে ফেরানো এই সংস্থার মূল কাজ। পাচার হয়ে যাওয়া মেয়েদের নিয়েই তৈরি হয়েছে ২টি দল। একটি বিজয়িনী , অন্যটি উত্থাণ। এদের কাজ অন্যদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে তুলে ধরা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বাল্য বিবাহ বন্ধ করা। এর পাশপাশি এই দল আজ নতুন এক কর্মসূচিতে অঙ্গিকারবদ্ধ হলো আজ। এক নতুন কর্মকাণ্ডের সাক্ষী থাকল পুরো বারাসাত তথা সমগ্র উত্তর ২৪ পরগনা।

তারা কিছু পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দিল তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। কিছু জনের হাতে তুলে দিল তাদের রোজগার করার অর্থাৎ কাজের কিছু জিনিসপত্র। পরিযায়ী শ্রমিকরা জানান এ তো তাদের সরকার থেকে পাওয়া দরকার ছিল,তা তারা এখান থেকে পাচ্ছেন।এই উপকার তারা কোনোদিন ভুলবেন না। বারাসাত উন্নয়ন প্রস্তুতির সম্পাদক রঞ্জিত কুমার দত্ত মহাশয় জানান এই সংগঠন ১৯৯৩ সাল থেকে নারী ও শিশু পাচারের বিরুধে,নারীর অধিকার রক্ষার্থে কাজ করে চলেছে।আগামি দিনেও করতে চায়। উত্থাণ ও বিজয়িনী দল থেকেও সদস্যরা তাদের বক্তব্য রাখেন। সর্বোপরি একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিসমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a Reply