নদীয়ার বাড়িতে বাড়িতে হাতে তৈরি ফুলের শিল্পও মহাসংকটে

Social

মলয় দে, নদীয়া :- চাষের ফুল নয়, ধুয়ে কেচে ব্যবহার করা ফুলের ঝাড়ই বেশি পছন্দ করেছেন কর্মব্যস্ত গৃহিণীরা। গন্ধ না থাকলেও, সৌন্দর্যের ধারাবাহিকতা এবং অল্প খরচে ঘরের শোভা ফেরানোর মোক্ষম উপায় কাপড়ের বা প্লাস্টিকের ফুল। তাই ক্রমাগত বাড়ছিল এর চাহিদা! সবকিছুই ঠিকঠাক চলছিল, করোনার কারণে চিনা দ্রব্য বয়কটে এই ফুল তৈরির সাথে যুক্ত ছোট ব্যবসায়ী, বিক্রেতা হকার সকলেরই প্রায় বন্ধ রুটিরুজি।

কারণ হিসেবে ছোট ব্যবসায়ীরা জানান ফুলের বিভিন্ন অংশ আসতো সুদূর চীন থেকে, তা এখন সম্পূর্ণভাবে বন্ধ। দীর্ঘ লকডাউনের মধ্যে দেশের তৈরি বিভিন্ন ফুলের উপকরণ জোগাড় করতে হিমশিম খেয়েছেন ব্যবসায়ীরা, বিক্রেতা হকার ভাইয়েরা বেছে নিয়েছেন নানান ধরনের পেশা! ফলে এ কুটির শিল্প প্রায় ধ্বংসের মুখে।

নদীয়ার শান্তিপুর সহ বিভিন্ন এলাকার মহিলারা বাড়িতে বসে তৈরি করতেন এই ফুলের মালা। ফলে তাদের রুজি-রোজগারেও বড় প্রভাব ফেলেছে।

Leave a Reply