মলয় দে,নদীয়া: গোয়াতে আইএসএল এর গুরুত্বপূর্ণ ও আবেগের খেলা মোহনবাগান ও ইস্টবেঙ্গল এর মধ্যে। এবছরে প্রথম আইএসএল খেলবে এই দুটি ক্লাব। খেলাকে কেন্দ্র করে আগেও চরম উত্তেজনা পৌঁছেছে তবে এই বছরও কম নয়।শুক্রবার শান্তিপুর, ফুলিয়া, কৃষ্ণনগর, রানাঘাটে পতাকা লাগানো নিয়ে চলছে প্রতিযোগিতা। পাশাপাশি বাক যুদ্ধ শুরু হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে। নদীয়ার বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রীনের ব্যবস্থা করা হয়েছে দুই দলের পক্ষ থেকে। আজকের খেলা প্রসঙ্গে কৃষ্ণনগরে একজন মোহনবাগান সমর্থক জানান আমরা জিতবই সেটা কিছুদিন আগেই কাপ জয়ের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। অপরপক্ষে একজন ইস্টবেঙ্গল সমর্থক বলেন শুধুমাত্র সময়ের অপেক্ষা, সময়ই বলে দেবে কে জিতবে।
