দেবু সিংহ , মালদা: মালদা জেলা সমবায় ব্যাংকের উদ্যোগে এবং নাবার্ড এর সহযোগিতায় এটিএম মোবাইল ভ্যান এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। এই প্রথম কোন ব্যাংকের এটিএম ভ্যানের উদ্বোধন হল।
এদিন মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে ফিতে কেটে এই এটিএম ভ্যান এর উদ্বোধন করেন জেলা শাসক রাজষি মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা সমবায় ব্যাংকের চেয়ারপারসন সুমলা আগরওয়াল, অম্লান ভাদুরি সহ অন্যান্য আধিকারিকরা।