নদীয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধকরণ অনুষ্ঠানে মরণোত্তর চক্ষু সংগ্রহ কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান

Social

মলয় দে, নদীয়া : ২০শে নভেম্বর , শুক্রবার শান্তিপুর চাক ফেরা গোস্বামী পরিবারের শশাঙ্ক চক্রবর্তী মহাশয় তার ভাগ্নের বিবাহ এনগেজমেন্ট উপলক্ষ্যে শান্তিপুরের সমাজসেবামূলক সংস্থা ” মরমী ” কে তাদের চাকফেরা গোস্বামী পরিবারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তা করলেন । হবু দুই নব দম্পতি মরণোত্তর কর্নিয়া দানের অঙ্গীকার করলেন পারিবারিক আরো দুই একজন সদস্য সহ।

শান্তিপুরে মরমী সংস্থার মরণোত্তর চক্ষু সংগ্রহের ক্ষেত্রে , প্রভা আই কেয়ারে উপর নির্ভর করতে হয়! স্বভাবতই দূর থেকে সংগ্রহ করতে আসার ফলে অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। মরমীর ক্ষেত্রে বিগত কয়েক বৎসর যাবৎ এ বিষয়ে আলোড়ন সৃষ্টিকারী কাজ করে থাকলেও এখনো পর্যন্ত শান্তিপুরে কোন সংগ্রহ কেন্দ্রের ব্যবস্থা করতে পারেননি তারা । পরিবারের পক্ষ থেকে শশাঙ্ক চক্রবর্তী সেই প্রয়োজনের নিরিখে, উক্ত বিষয়ে বিশেষ সহায়তা করার জন্য এবং মরমী পরিচালিত আরও অন্যান্য সামাজিক কর্মসূচিগুলো কে আরো জোরদার করার উদ্দেশ্যেই এমন আর্থিক সহায়তা প্রদান বলেই জানান। অন্যদিকে সামাজিক সংস্থা মরমির পক্ষ থেকেও তাদের পরিবারের প্রতি জানানো হয়েছে শুভ কামনা এবং শুভেচ্ছা বার্তা ।

উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে সম্পূর্ণ পারস্পারিক শারীরিক দূরত্ব মেনে , পাত্র ও পাত্রী সহ দুই পরিবারের সকলকে মাস্ক ব্যবহার করতে দেখা গেলো। পরিবারের পক্ষ থেকে এই শুভ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সংস্থা মরমী সহ আমন্ত্রিত সকলে।

Leave a Reply