কুমোর পাড়ায় জোর কদমে চলছে কালীমাতা নির্মাণের কাজ

Social

মলয় দে, নদীয়া: কালীপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। নদীয়া জেলার শান্তিপুরের কুমোর পাড়ায় প্রতিমা তৈরীর কাজ চলছে জোর কদমে। করোনা আবহের কারনে দুর্গাপুজো, লক্ষ্মী পুজোতে বিভিন্ন পুজো উদ্যোক্তারা অন্যান্য বছরের তুলনায় এবছর প্রতিমা অনেকটাই আকৃতিতে ছোটো করেছিল। কিন্তু কালীপুজোর ক্ষেত্রে আকারগত কোন পার্থক্য হয়নি বলে জানান মৃৎশিল্পীরা। দীর্ঘ লকডাউনের মধ্যে কাজে ভাটা পড়েছিলো মৃৎশিল্পীদের, দুর্গাপূজা তে বাইরে থেকে অর্ডার না আশায় অনেকটাই আশ্বাস হারিয়েছিলেন কালীপুজোর ক্ষেত্রে কি হবে? শান্তিপুরের বাইরে থেকে কালী প্রতিমার অর্ডার সেই অর্থে হয়না কিন্তু শান্তিপুরের ১০০ শতাংশ পুজো উদ্যোক্তারা প্রতিমা বায়না করেছে বলে জানান মৃৎশিল্পীরা। তবে তারা এও জানান, করোনা আবহের কারণে যথেষ্ট বিধিনিষেধ মেনে প্রতিমা তৈরীর কাজে কম কর্মচারী নিয়ে কাজ চলছে। তবে দুর্গাপূজার ক্ষেত্রে যেভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল কালীপুজোর ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকাতে সময় মতো প্রতিমা তৈরীর কাজ সম্পূর্ণ করতে পারবেন বলে জানান মৃৎশিল্পীরা।

Leave a Reply