এলাকা পরিদর্শনে গিয়ে সঙ্গীতানুরাগী বিধায়ক সময় কাটালেন বিখ্যাত বাউল শিল্পী গোলাম ফকিরের সাথে

Social

মলয় দে নদীয়া :- রাজনৈতিক, সাংগঠনিক, প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালনের মধ্যে সময় বের করাটা খুব কঠিন! তবুও কবিতা, গান নানা বিষয়ে অনুরাগী করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়!

মূলত মানসিক তৃপ্তি জন্যই তারই বিধানসভায় অন্তর্গত নতিডাঙ্গা অঞ্চলের গড়ভাংঙ্গা গ্রামে বসবাসকারী বিখ্যাত বাউল শিল্পী গোলাম ফকিরের খোঁজখবর জন্য তার বাসভবনে আজ পৌঁছান বিধায়ক।

সেখানেই বেশ খানিকটা সময় কাটান সঙ্গীত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে। বিধায়কের মতে মানসিক পরিতৃপ্তি মিলেছে ওনার কুটিরে । গোলাম ফকির বাবুও শোনালেন তাঁর গান । বিধায়ক তাঁদের এখানে এসেছেন তাঁদের খোঁজখবর নিলেন তাতে খুশী বাউল শিল্পীরাও ।

Leave a Reply