সোশ্যাল বার্তা : নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের সীমান্তবর্তী গ্রাম টুঙ্গী । টুঙ্গী পল্লীবাসীবৃন্দ প্রতি বছর কোন একটা ভাবনাকে রূপ দেবার চেষ্টা করেন। আর সেই ভাবনা গুলো অবশ্যই থাকে তাদের গ্রাম এবং গ্রামের শিশু কিশোর নিয়েই । গতকাল সেই রকমই একটা ভাবনার নিদর্শন দেখা গেল লাইব্রেরী প্রতিস্থাপন এর মধ্য দিয়ে।
“ব্লকের মাজদিয়াতে একটি
লাইব্রেরী ছিল ‘সুশীলা সুন্দরী পাঠাগার’। কিন্তু সেটাও বহু বছর ধরে বন্ধ। শিশু মনের খোরাক যোগাতে ইতি মধ্যে হাজির টিভি ও মোবাইল ফোন। শিশু মন থেকে পাগলা দাশুরা সব হারিয়েই যাচ্ছিল। সেই ভাবনা থেকে আমরা লাইব্রেরী প্রতিষ্ঠা করতে চেয়েছি” বলে জানালেন স্থানীয় পল্লীবাসী তথা শিক্ষক সৌমিক গুই।
শিশু পাঠ্য সাহিত্য দিয়ে সাজিয়ে তুলেছেন তারা তাদের গ্রামের গ্রন্থাগারটি । উদ্যোক্তাদের মধ্যে একজন বলেন, “সবে পথ চলা শুরু। অনেক স্বপ্ন আছে। কমপক্ষে একজনও পাঠক তৈরী করতে পারলে তবে জানব আমাদের এই উদ্যোগ সার্থক হয়েছে।”
গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে লাইব্রেরী । উদ্বোধনে উপস্থিত ছিলেন আঞ্চলিক বিশিষ্ট কবি সাহিত্যিক সাধন প্রামানিক।
নিজেদের গ্রামে এমন লাইব্রেরী পেয়ে খুশি কচিকাঁচারা ।এছাড়াও শিশুদের ও গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে গাছ লাগানোর উপরে জোর ও জল অপচয় রোধ করার জন্য নাটক পরিবেশন করা হয় ।