পাপাই ঘোষ ও অতনু ঘোষ, পূর্ব বর্ধমান: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা নবান্ন সভাঘর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা সাথে পূর্ব বর্ধমান জেলাতে বেশ কিছু দুর্গাপূজো উদ্বোধন করলেন ভার্চুয়াল ভিডিও কনফারেন্স মধ্যে দিয়ে ।কোভিড সংক্রমণ কে মাথায় নিয়ে স্বাস্থ্য বিধিকে মান্যতা দিয়ে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু দুর্গাপূজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিকেলে বিভিন্ন জায়গা সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের সারদাপল্লী ও অরবিন্দ পল্লী দুর্গা মন্ডপ ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এদিন উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক ও মহাকুমা শাসাক মেমারি পৌরসভার প্রশাসক সহ পৌর প্রশাসক, মেমারি ১ নম্বর ব্লকের বিডিও, মেমারি বিধানসভার বিধায়িকা, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা।মুখ্যমন্ত্রী ভার্চুয়াল সভার মাধ্যমে পুজো উদ্বোধন করায় খুশী পুজো উদ্যোক্তারা।