মলয় দে, নদীয়া:- নদীয়া জেলার চাপড়ার বড় আন্দুলিয়ার বাসিন্দা তুহিন মন্ডল ছোট বেলা থেকে আঁকার প্রতি ঝোক থাকলেও কোনো প্রতিষ্টান কিংবা শিক্ষক এর কাছে আঁকা শেখেননি তবে কিছু একটা করার তাগিদ সব সময় ছিল তার । তাই সম্পূর্ণ ভীন্ন ধরনের কিছু করে তাক লাগানো তার চেষ্টা । এর আগেও হাত নয় পা ও নয় পেট স্রেফ পেট দিয়ে বিভিন্ন দেশবরেণ্য দের ছবি এঁকে তাক লাগিয়েছিলেন । তবে এই বার তার অন্য কৃতিত্ব আসন্ন দুর্গা উৎসবকেন্দ্রিক! হোমিওপ্যাথি ঔষধ এর শিশির মধ্যে ছবি আঁকা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তার এবারের নিবেদন ।
একদিনের মধ্যে হোমিওপ্যাথি শিশির মধ্যে মা দুর্গের ছবি এঁকে এই বার আবার প্রচারের আলোয় তুহিন মন্ডল।