জাতির জনকের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে শান্তিপুর আলোকবর্ষের রক্তদান শিবির

Social

মলয় দে, নদীয়া:- তিন বছর আগে পড়াশুনার কাজে শত ব্যস্ততার মাঝেও নদীয়ার শান্তিপুরের কিছু ছাত্র-ছাত্রী অর্থ, সময়ের মতো নানা প্রতিবন্ধকতার হাজার আলোকবর্ষ পেরিয়ে জ্ঞানের আলোক নিয়ে পৌঁছেছিলো বই খাতা পেন্সিল নিয়ে, সদস্য সদস্যাদের আত্মীয় পরিচিতদের পুরনো বই সংগ্রহ করে বানিয়েছে লাইব্রেরী। সমাজের নানান সমস্যায় ছুটে গিয়েছেন সামাজিক দায়বদ্ধতার কারণেই। সেই থেকেই গড়ে উঠেছিলো শান্তিপুর আলোকবর্ষ, প্রতি বছরেই নিয়মিত রক্তদান করে থাকেন তারা।

তবে এ বছর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই রক্তদান প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করেও কার্যত পরিণত হয়েছে রক্তদানের মহোৎসবে। ৪০ জনের আন্দাজ নিয়ে শুরু করলেও বর্তমান নব প্রজন্মের ছেলেমেয়েরা জীবনে প্রথম রক্ত দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না। তাই ৪০ জনের রক্ত নেওয়ার পরও ব্যবস্থাঅতিরিক্ত ২০ জনের রক্ত নেওয়ার জন্য আগত ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে জানালেও ১০ জনের ব্যবস্থা হয়নি শেষমেষ! জীবনে প্রথমবার রক্তদান করে খুশি সকলেই , যাদের মধ্যে অনেকেই শুধুমাত্র অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য এসেছিলেন, রক্তদানের কোন পরিকল্পনা ছিল না।

অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শান্তিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা, পরিবেশকর্মী, নাট্যজগতের বিশিষ্টজন সহ সচেতন নাগরিকগণ।

Leave a Reply