মলয় দে, নদীয়া :-জৈব বাজার চালু হলো নদীয়ার ফুলিয়াতে ৷ শান্তিপুর বাসন্তি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ফুলিয়ার বিডিও অফিসের পাশে অতি সম্প্রতি ঐ বাজার চালু হয়েছে বলে জানা গেছে ৷ ফুলিয়ার কদমপুরের দীর্ঘদিনের গণ আন্দোলনের কর্মী এবং জৈব চাষী পরেশ বিশ্বাস জানান যে, বর্তমানে রাসায়নিক সার যুক্ত শাক সব্জী খেয়ে সাধারন মনুষ নানান রোগে আক্রান্ত হচ্ছেন ৷ সেই কারনে মানুষকে সুস্থ রাখতে দেশীয় পদ্ধতিতে জৈব সারে উৎপাদিত সব্জী তাঁরা বাজারজাত করছেন ৷ জৈবচাষীদের উৎপাদিত পন্য চাষীরা ফুলিয়ার জৈব বাজারে রাসায়নিক সারযুক্ত ফসলের দামেই তাদের সব্জী বিক্রি করছেন বলেও পরেশবাবু জানান ৷ বুধবার ও রবিবার সপ্তাহে দুদিন খাদ্য সম্পর্কে সচেতন বেশ কিছু পরিবার জৈববাজার থেকেই তাদের প্রয়োজনীয় সব্জী কিনে নিয়ে যাচ্ছেন বলেও জানা গেছে ৷
