সোশ্যাল বার্তা : সারা দেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ । করোনা সংক্রমণের ফলে রাজ্যের অধিকাংশ ব্লাডব্যাংক প্রায় রক্তশূন্য । বিশেষ করে যারা থ্যালাসেমিয়া রোগী, কিছু দিন পর পর সারাবছর ধরেই যাদের রক্ত লাগে তারাও এই মুহূর্তে রক্ত পেতে হিমসিম খাচ্ছে। তাই মুমূর্ষ রোগীদের সাহায্যের জন্য এগিয়ে এলো তালপুকুর ব্যারাকপুরের স্টুডেন্ট স্টার ক্লাবের সদস্যরা ।
রবিবার তাদের উদ্যোগে রক্তদান শিবিরে আয়োজন করা হয় । মোট ৫০জন রক্তদাতা রক্তদান করেন । সামাজিক দুরত্ব মেনে ও স্যানিটাইজেশন এর মাধ্যমে রক্তদান শিবির চলে । শিবিরে আগত সবাইকে মাস্ক প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা দেওয়া হয় ।
ক্লাবের একজন সদস্য বলেন “মানুষ মানুষের জন্য তাই আমরা সর্বদা সেবা কাজে নিয়োজিত । আমফানের সময় সাধারণ মানুষের জন্য পাশে দাঁড়িয়েছি সমবেত ভাবে। তেমনই লক ডাউনের সময়েও জাতীয় ধর্ম, বর্ণ, নির্বিশেষে সাধারণ মানুষের জন্য কাজ করেছি । সবাইকে রক্তদান করার জন্য আহ্বান জানাই” ।