মলয়, দে নদীয়া: অনাড়াম্বরে হলেও বিদ্রোহী কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী পালন হল নদীয়া জেলা জুড়ে।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের আজকের দিনে মহাপ্রয়ান লাভ করেন। আজ সকালে শান্তিপুর পৌরসভা এলাকার ২৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চ মাঠ সংলগ্ন এলাকায় কাজী নজরুলের মূর্তিতে মাল্যদান করে কাজী নজরুলের প্রয়াণ দিবস পালন করলেন শান্তিপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান পৌর প্রশাসক বোর্ডের সদস্য শাহজাহান শেখ। স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণের পক্ষ থেকে মাল্যদান করা হয় কবির গলায়।শান্তিপুর শ্যাম বাজার সংলগ্ন এলাকায় কাজী নজরুলের মূর্তিতে মাল্যদান করেন শান্তিপুরের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন লেখক রজত প্রামানিক।
অন্যদিকে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় কবির প্রতিকৃতিতে মাল্যদান করে বলেন “আজকের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের এই কঠিন পরিস্থিতিতে উনার কবিতা, কাব্য, সঙ্গীত সবকিছুই স্পষ্ট বর্ণিত আছে, সেগুলি আমরা মুখস্ত করেছি আত্মস্থ করতে পারিনি বলে এই পরিস্থিতি। আজও বিখ্যাত শ্যামা সংগীত মন্দিরের ধ্বনিত হয় যা উনারই রচিত “।