মনের দুঃখে, দুঃখীদের সাথে সময় কাটিয়ে সুখ নিয়ে ফিরলো “বন্ধন”

Social

মলয় দে, নদীয়া :-গতকাল ছিল শান্তিপুর বন্ধন এর দ্বিতীয় বর্ষপূর্তি। গত বছর এই দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সংবর্ধনা হইচই কতকিছু! করোনা আবহে ভারাক্রান্ত মনে সকল সদস্যর আনন্দ এবার হল ম্লান ! মনের দুঃখে গতকাল তারা পৌঁছে গিয়েছিলো কৃষ্ণনগর ভবঘুরে আশ্রমে । সেখানে গিয়ে নতুন অভিজ্ঞতা !কত মানুষের পরিবার থেকেও নেই। শুনলো তাদের জীবনের সমস্ত গল্প। উদযাপন করলো বন্ধন এর জন্মদিন,এবং তাদের হাতে তুলে দিলো সামর্থ্য মত কিছু ফলাদি। অন্যরকম উপলব্ধি অর্জন করে , আজ অনেকটা ভালোবাসা কুড়িয়ে এনে তারা আজ খুব খুশি। তাদের পরিবার নেই তাই বন্ধনের ভালোবাসার আবদ্ধে আজ থেকে তারা প্রত্যেকে বন্ধন পরিবারের সদস্য। শিখলো জীবনে সুখী থাকার মূলমন্ত্র “অন্যের কষ্ট উপলব্ধি করতে পারলে কমে নিজের হৃদয়ভার।”

Leave a Reply