মলয় দে, নদীয়া :-গতকাল ছিল গনেশ চতুর্থী, নদীয়া জেলার রানাঘাট, কৃষ্ণনগর, চাকদহ, করিমপুর, তেহটটো পলাশী, নাকাশিপাড়া, বেথুয়া ,দেবগ্রাম সর্বত্রই আয়জনের কোন কমতি ছিল না। তবে যাদের জন্য পুজো অর্থাৎ দর্শনার্থীর সংখ্যা ছিল অত্যন্ত কম।
পাশাপাশি শান্তিপুরের বিভিন্ন জায়গায় গণেশ পূজার আরাধনা করতে দেখা যায়। তবে অন্যান্য বছরগুলোর মতো এ বছর আর সে অর্থে গণেশ পূজার ধুম শান্তিপুরে নেই। কারণ করোনা ভাইরাস এর সংক্রমনের জেরে দীর্ঘ লকডাউন চলায় আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে পড়েছে পূজা কমিটি গুলি। যার কারণেই অল্পের মধ্যে গণেশ পূজার আরাধনা করছেন তারা। পুরোহিতদেরও আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছে একমাত্র লকডাউন এর কারণে।
পুজোর মরসুমে অনেক পুজোয় নামমাত্র সারছেন পুজো উদ্যোক্তারা সেজন্যই পুরোহিতদেরও পূজা পাঠের কাজ নেই বললেই চলে। স্বভাবতই সংসার চালাতে হিমশিম খাচ্ছে পুরোহিতদের পরিবারগুলি।